বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর,২০২৫, ০৯:৫৭ পিএম
অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু

ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হতে যাচ্ছে আগামী ২০ ফেব্রুয়ারি। বইমেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

আজ বুধবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে বইমেলার তারিখ চূড়ান্ত করার জন্য অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, বাংলা একাডেমির পরিচালক, প্রকাশকদের প্রতিনিধি এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় উদ্বোধন করা হবে এবং ১৫ মার্চ পর্যন্ত চলবে।


এর আগে গত ১৮ সেপ্টেম্বর কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, ২০২৬ সালের বইমেলা এ বছরের ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।


তবে, প্রকাশক ও লেখকদের প্রতিবাদের মুখে ঘোষণার ১০ দিন পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)