চৌগাছা (যশোর) সংবাদদাতা
❒ মাদক প্রবেশ রোধে চৌগাছার কাবিলপুর বাজারে জনসচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
মাদক প্রবেশ রোধে চৌগাছার কাবিলপুর বাজারে জনসচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন শাহজাদপুর সীমান্ত ক্যাম্পের নায়েক সুবেদার ওয়াহিদ মুরাদ। তার সাথে উপস্থিত ছিলেন সৈনিক মৃত্যুঞ্জয়।
সীমান্তবর্তী জেলা যশোরের বিভিন্ন সীমান্ত পথে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে প্রতিদিন বিপুল পরিমান মাদকদ্রব্য দেশের অভ্যান্তরে প্রবেশ করে। ভারতীয় ও দেশি চোরাকারবারিরা এসব মাদক দেশে প্রবেশ করাচ্ছে। এতে যুব সমাজ ধ্বংস হচ্ছে। মাদকের ওই প্রবেশ রোধে এলাকার জনগণকে সচেতন করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
এ সময় তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে তা থেকে প্রতিকার করার জন্য কি কি ব্যবস্থা নেয়া যেতে পারে সে সম্পর্কে আলোচনা করেন । উপস্থিত জনতা তার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। তারা মাদক ব্যবহার ও প্রবেশ রোধ করার অঙ্গীকার করেন ।