ধ্রুব ডেস্ক
ছবি: সংগৃহীত
১৯ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে ছবিটি ব্যবসা করছে বেশ। পাশাপাশি ছবির অন্যতম চরিত্র ভারাং নিয়েও আলোচনা তুঙ্গে। এটি গল্পের নতুন সংযোজন ‘অ্যাশ পিপল’-এর নেত্রী।
তার নেতৃত্বে জ্যাক সুলি ও নিতেরিদের সম্প্রদায়ের ওপর হামলা করে অ্যাশ-মানবেরা। সঙ্গে রয়েছে পুরনো শত্রু স্কাই-পিপল তথা মানুষ।
‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির পর থেকেই ভারাং চরিত্রটি নিয়ে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে চর্চা চলছে। এ চরিত্রে অভিনয় করেছেন উনা চ্যাপলিন।
অনেকেই জানেন না, তিনি আসলে কে? ভ্যারাইটির প্রতিবেদন সূত্রে জানা গেল, উনা আসলে বিখ্যাত অভিনেতা ও চলচ্চিত্রকার চার্লি চ্যাপলিনের নাতনি। এর আগে উনা ‘গেম অব থ্রোনস’-এ অভিনয় করেও সাড়া পেয়েছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে উনা জানান, রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট [রাডা] থেকে পড়াশোনা শেষ করে অভিনয়ে এসেছেন। সে সময় নাম বদলের কথাও ভেবেছিলেন।
যেন চার্লি চ্যাপলিনের নাতনি হিসেবে নয়, নিজের যোগ্যতায় এগোতে পারেন। উনা বলেন, ‘আমি যা-ই করি না কেন, সেটা কখনোই আমার দাদার কাজের সঙ্গে তুলনার যোগ্য হবে না। তিনি সত্যিকার অর্থেই জিনিয়াস ছিলেন।’
‘অ্যাভাটার’ নির্মাতার প্রশংসায় উনার মন্তব্য, ‘জেমস ক্যামেরন এবং চ্যাপলিনের কাজের মান কাছাকাছি, যদিও ধরন আলাদা। দুজনেই নিজেদের কাজ সম্পর্কে সচেতন, তাই মানুষও পছন্দ করে।
’ অন্যদিকে ক্যামেরন জানান, চরিত্রটির জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এসেছিলেন উনা। সাত-আট পৃষ্ঠার দৃশ্য মুখস্থ করে সেটে আসতেন তিনি।