ধ্রুব রিপোর্ট
❒ ‘রাষ্ট্রমহল-এর উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদি স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরের রাজপথের লড়াকু কণ্ঠস্বর এবং দেশপ্রেমের উজ্জ্বল নক্ষত্র শহিদ শরীফ ওসমান হাদি স্মরণে এক আবেগঘন শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে অরাজনৈতিক সংগঠন ‘রাষ্ট্রমহল’-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা হাদি হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি তোলেন।
সেলিম রেজা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শহিদ শরীফ ওসমান হাদির জীবন, বেড়ে ওঠা এবং তার আজীবনের সংগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, হাদি ছিলেন সততা ও নিষ্ঠার এক জীবন্ত প্রতীক। ইনসাফ কায়েমের লড়াইয়ে তিনি কখনও আপস করেননি। তার বিনয় এবং দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানের অন্যতম আবেগপূর্ণ মুহূর্ত ছিল সেলিম রেজা সেলিমের কণ্ঠে শহিদ হাদির কালজয়ী কবিতা "আমাকে ছিঁড়ে খাও হে শকুন"-এর আবৃত্তি। তার লেখনীতে যে দ্রোহ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সুর ছিল, তা উপস্থিত দর্শকদের আপ্লুত করে। কবিতার চরণে চরণে যেন তাঁর নিরন্তর লড়াইয়ের প্রতিচ্ছবি ফুটে ওঠে।
কবি শাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় স্মৃতিরোমন্থন ও বক্তব্য রাখেন কবি মামুন আজাদ, জাহিদ আক্কাস, উজ্জ্বল বিশ্বাস প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে হাদির দর্শনকে ধারণ করে একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হাদির মতো একজন সম্ভাবনাময় মানুষকে হারিয়ে সমাজ ও রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কুশীলব এবং সরাসরি জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সভায় শহিদ হাদির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করা হয়।