বেনাপোল (যশোর) সংবাদদাতা
❒ ভারতীয় সীমান্তের পেট্রপোলে একদল ভারতীয় হিন্দু একটি সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল করে। ছবি: সংগৃহীত
ভারতীয় সীমান্তের পেট্রপোলে একদল ভারতীয় হিন্দু একটি সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে। বুধবার দুপুরে তারা “জাস্টিস ফর দিপু” প্ল্যাকার্ড প্রদর্শন করে ওই মিছিল করে।
এ সময় তারা বাংলাদেশ বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুছের কুশপুত্তলিকা দাহ করে। উল্লেখ্য ময়মনসিংহে এক হিন্দু যুবক দিপুকে ধর্ম অবমাননার অপরাধে হত্যা করার অনাকাঙ্খিত ঘটনা ঘটে। এর বিরুদ্ধে ওই বিক্ষোভ করা হয়।
বিক্ষোভ ঘিরে পেট্রাপোল সীমান্তে ভারতীয় নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানাগেছে।
এ বিষয়ে বেনাপোল বন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, বিক্ষোভটি ভারতের অভ্যন্তরীণ এলাকায় অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশ অংশে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সীমান্ত পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।