ধ্রুব নিউজ ডেস্ক
বিজয়ের মাস উপলক্ষে আগামী বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে প্রথম বিজয় বইমেলা। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে প্রথমবারের মতো এ মেলা আয়োজিত হচ্ছে। এটি উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বইমেলা উদযাপন জাতীয় কমিটির যুগ্ম সমন্বয়কারী রাজ্জাক রুবেল পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আগামী বুধবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক, একুশে পদকপ্রাপ্ত লেখক হাসনাত আবদুল হাই, বাংলা একাডেমির পরিচালক অধ্যাপক মো. আজম প্রমুখ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় বইমেলায় প্রায় দেড় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রতিদিন সহস্র পাঠক, লেখক, শিল্পী, সংস্কৃতিপ্রেমী পরিবার ও শিশু–কিশোরদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখর হয়ে উঠবে; আয়োজকরা এমনটি প্রত্যাশা করছেন।