বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় বিজিবির জনসচেতনামূলক তৎপরতা: মাদককে ‘না’ বললেন কাবিলপুরবাসী

চৌগাছা (যশোর) প্রতিনিধি চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর,২০২৫, ০৭:৫৬ পিএম
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর,২০২৫, ০৮:২১ পিএম
চৌগাছায় বিজিবির জনসচেতনামূলক তৎপরতা: মাদককে ‘না’ বললেন কাবিলপুরবাসী

❒ মাদক পাচার রোধ ও এর ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করছেন বিজিবি সদস্য নায়েক সুবেদার ওয়াহিদ মুরাদ। ছবি: ধ্রুব নিউজ

যশোরের চৌগাছা উপজেলার কাবিলপুর বাজারে মাদক পাচার রোধ ও এর ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে আলোচনা করেন বিজিবি সদস্য।  সীমান্ত এলাকায় মাদকের বিস্তার বন্ধে বিজিবি ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় মাদককে ‘না’ বলেন কাবিলপুরবাসী।

 শাহজাদপুর সীমান্ত ক্যাম্পের নায়েক সুবেদার ওয়াহিদ মুরাদ তিনি তার কথায় মাদকের মরণনেশা কীভাবে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সেটার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, মাদক কেবল স্বাস্থ্যহানি ঘটায় না, এটি অপরাধমূলক কর্মকাণ্ড ও পারিবারিক অশান্তির মূল কারণ। সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়তে বিজিবি দিনরাত কাজ করে যাচ্ছে।

এ সময় নায়েক সুবেদার ওয়াহিদ মুরাদ মাদকের প্রতিকারে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও দেন।

শাহজাদপুর সীমান্ত ক্যাম্পের সৈনিক মৃত্যুঞ্জয় তার সাথে থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)