বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মনিরামপুরে নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময়: অবাধ ও শান্তিপূর্ণ ভোটের অঙ্গীকার

মনিরামপুর (যশোর) প্রতিনিধি মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর,২০২৫, ০৮:৫১ পিএম
মনিরামপুরে নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময়: অবাধ ও শান্তিপূর্ণ ভোটের অঙ্গীকার

ছবি: ধ্রুব নিউজ

আসন্ন গণভোট ও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে যশোরের মনিরামপুরে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন। সভায় প্রধান আলোচক ও অতিথিগণ নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর রেজাউল ইসলাম।

বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ভোটাররা যাতে নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

সভায় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট কাজী এনামুল হক, জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য প্রার্থী 
এ বি আহাদ,  ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরামপুর উপজেলা সভাপতি ইবাদুল ইসলাম মনু, মনিরামপুর পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতিমজনুর রহমান ।

সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব বা যেকোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের সচেতন করতে এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলতে ঐকমত্য পোষণ করেন। তারা আশা প্রকাশ করেন, মনিরামপুরের এই গণতান্ত্রিক প্রক্রিয়া সারা দেশের জন্য একটি মডেল হয়ে থাকবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)