মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও তার জোটসঙ্গীদের মধ্যে আসন সমঝোতা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর-৫ (মনিরামপুর) আসনটি জোটসঙ্গীদের জন্য ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) নেতা মাওলানা রশীদ বিন ওয়াক্কাসের সাথে এই আসনে সমঝোতা হয়েছে।
বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটসঙ্গীদের জন্য আটটি আসনে ছাড় দেওয়ার ঘোষণা দেন।
মাওলানা রশীদ বিন ওয়াক্কাস ঐক্যবদ্ধ জমিয়তের দীর্ঘদিনের মহাসচিব এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও হুইপ প্রয়াত মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের সন্তান।