ধ্রুব রিপোর্ট
ডেনমার্ক পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে “উশা রহমান এজেন্সি” ঢাকার তিন কর্মকর্তার নামে যশোরের আদালতে মামলা হয়েছে। রোববার শহরের পশ্চিম বারান্দীপাড়ার রবিউল ইসলামের ছেলে মফিজুল ইসলাম ইমন বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, ঢাকা মিরপুরের-১ “উশা রহমান এজেন্সির” সিনিয়র কনসালটেন্ট উশা রহমান, সজীব খান ও তানজিলা আহস্মেদ।
মামলার অভিযোগে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উশা রহমান আইডিতে ডেনমার্কে যাওয়ার বিজ্ঞপ্তি দেখে ইমন আসামিদের সাথে যোগাযোগ করেন। তাদের প্রস্তাবে রাজি হয়ে ইমনসহ ৭ জন ডেনমার্ক যাবার জন্য মোট ১৮ লাখ ৫ হাজার টাকা দেন। পরবর্তীতে আসামিরা তাদের ডেনমার্ক পাঠাতে ব্যর্থ হওয়ায় টাকা ফেরত চাইলে না দিয়ে টালবাহানা করতে থাকেন।
টাকা আদায়ে ব্যর্থ হয়ে ইমন আদালতে এ মামলা করেছেন।