ধ্রুব রিপোর্ট
যশোরের মণিরামপুরে সোনালী ব্যাংকের এক গ্রাহকের হিসাব হ্যাক করে সাড়ে ৩ লাখেরও বেশি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ৪ সদস্যের বিরুদ্ধে মঙ্গলবার (১৩ জানুয়ারি) যশোর আদালতে মামলা দায়ের করা হয়েছে। মণিরামপুরের রামনগর গ্রামের ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে এই মামলাটি করেন।
আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্ত ৪ আসামিই সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার গ্রাহক। তারা হলেন: সোনালী ব্যাংক খাগড়াছড়ির মানিকছড়ি শাখার গ্রাহক মনির হোসেন। সোনালী ব্যাংক ঠাকুরগাঁও শাখার গ্রাহক নুর ইসলাম। .সোনালী ব্যাংক সাতক্ষীরার কালিগঞ্জ শাখার গ্রাহক হাসিব হোসেন। সোনালী ব্যাংক পিরোজপুর শাখার গ্রাহক নিপু আক্তার।
মামলার এজহার থেকে জানা যায়, মণিরামপুরের চিনেটোল সোনালী ব্যাংক শাখায় জাহাঙ্গীর হোসেনের হিসাবে মোট ৩ লাখ ৫১ হাজার ৭৮৪ টাকা জমা ছিল। গত ১ জানুয়ারি তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গিয়ে দেখেন তার হিসাবে পড়ে আছে মাত্র ২ হাজার ১৮৪ টাকা। অর্থাৎ, ৩ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা গায়েব হয়ে গেছে।
পরবর্তীতে অনুসন্ধান চালিয়ে তিনি জানতে পারেন, প্রতারক চক্রটি একে অপরের যোগসাজশে একটি ভুয়া ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করে 'সোনালী-ই ওয়ালেট' (Sonali e-Wallet) অ্যাপস চালু করে তার ব্যক্তিগত তথ্য হ্যাক করে। গত ১ জানুয়ারি এক দিনেই তারা টাকাগুলো বিভিন্ন হিসাবে সরিয়ে নেয়। এর মধ্যে মনির হোসেনের হিসাবে ৪৯ হাজার ১০০ টাকা এবং বাকি তিন আসামি নুর ইসলাম, হাসিব হোসেন ও নিপু আক্তারের হিসাবে ১ লাখ টাকা করে ট্রান্সফার করা হয়।
ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন বিষয়টি তৎক্ষণাৎ ব্যাংক ম্যানেজারকে লিখিতভাবে জানান এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে অভিযুক্তদের নাম-ঠিকানা সংগ্রহ করে তিনি আদালতের শরণাপন্ন হন।