ধ্রুব রিপোর্ট
❒ যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য আব্দুল ওহেদের স্মরণে আজ দুপুরে আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ
যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য আব্দুল ওহেদের মৃত্যুতে সোমবার জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এরপর দুপুরে আইনজীবী সমিতির উদ্যোগে মরহুমের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এ.এইচ. সাবেরুল হক সাবু।
সাধারণ সম্পাদক এম.এ. গফুরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি শেখ আব্দুল মোহায়মেন, সিনিয়র আইনজীবী এ.টি.এম. এনামুল হক, মোজাফফর উদ্দিন মোহন, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম বাচ্চু ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম পিটু।
আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি দেবাশীষ দাস, আর.এম. মইনুল হক খান ময়না, সাবেক সভাপতি এম. ইদ্রিস আলী, সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম, সাবেক জিপি সোহেল শামীম, এম. নুরুজ্জামান খান, যুগ্ম সম্পাদক নুর আলম পান্নু, কাজী রেফাত রেজওয়ান সেতু ও সৈয়দ কবীর হোসেন জনি প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সভার শেষে মরহুম আব্দুল ওহেদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মিজানুর রহমান (১)।