ধ্রুব রিপোর্ট
❒ ৭০ বোতল ফেনসিডিল| ছবি: সংগৃহীত
যশোর: র্যাবের অভিযানে ৭০ বোতল ফেনসিডিলসহ আলী রেজা (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর সদরের মাহিদিয়া বাজার এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।
আটক আলী রেজা যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ার আবু জাফর তরফদারের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোরের একটি আভিযানিক দল মাহিদিয়া বাজার-ভাতুরিয়া রোডে একটি বিশেষ চেকপোস্ট বসায়। তল্লাশিকালে একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে পরীক্ষা করা হয়। এসময় চালকের সিটের পাশ থেকে কৌশলে লুকিয়ে রাখা ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মাদক বহনের দায়ে আলী রেজাকে হাতেনাতে আটক করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে উদ্ধারকৃত মালামালসহ যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।