ধ্রুব রিপোর্ট
ছবি: ফাইল
যশোর: যশোর শহরের রামনগর ইউনিয়নের বলাডাঙ্গা শ্রীকণ্ঠ নগর বাজারে চুরির চেষ্টাকালে স্থানীয়দের গণপিটুনিতে শামীম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত শামীম বলাডাঙ্গা গ্রামের ছবদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়দের দাবি, নিহত ব্যক্তি মাদকাসক্ত ও ভবঘুরে ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে শ্রীকণ্ঠ নগর বাজারে আরাফাত হোসেনের মালিকানাধীন একটি বিকাশের দোকানের সামনের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন শামীম। ওই সময় দোকানদার আরাফাত হোসেন ঘুম থেকে জেগে ওয়াশরুমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ সিসিটিভি ক্যামেরার মনিটরে দোকানের ভেতর অপরিচিত একজনের উপস্থিতি দেখে তিনি চিৎকার শুরু করেন।
দোকানদারের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শামীমকে হাতেনাতে আটক করে। উত্তেজিত জনতা তাকে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করলে তিনি গুরুতর জখম হন এবং একপর্যায়ে ঘটনাস্থলেই নিস্তেজ হয়ে পড়েন।
ঘটনার পর রাত আড়াইটার দিকে দোকানদার ও স্থানীয় ৫-৬ জন মিলে শামীমকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
যশোর পুলিশ জানিয়েছে, তারা ঘটনার খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মাদক সেবনের টাকা সংগ্রহের উদ্দেশ্যেই শামীম দোকানে চুরির চেষ্টা চালিয়েছিলেন।