ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার লাউজানী আল-হেলাল কমপ্লেক্সে এ সম্মেলনের আয়োজন করা হয়।
উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বলেন, বর্তমানে আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ রয়েছে। আসন্ন নির্বাচনী প্রচারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আগামী রুকন সম্মেলন আমরা ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্যকে নিয়ে আয়োজন করবো।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মকবুল হুসাইন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান এর সঞ্চলনায় সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান, পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদ, ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইমদাদুল হক, পানিসারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শিহাব উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা প্রভাষক আলমগীর কবিরসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত জামায়াতে ইসলামীর পুরুষ ও মহিলা রুকনবৃন্দ।
সম্মেলনে সংগঠনের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।