তৌহিদুজ্জামান, ঝিকরগাছা (যশোর)
❒ দ্বীনি শিক্ষার এক বাতিঘর—ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসা। ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছা পৌর সদরের প্রাণকেন্দ্র উপজেলা মোড়। ব্যস্ততম এই জনপদেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দ্বীনি শিক্ষার এক বাতিঘর—ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসা। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে জ্ঞানের আলো ছড়িয়ে যাওয়া এই প্রতিষ্ঠানটি এবার অর্জন করল এক অনন্য স্বীকৃতি। ২০২৬ সালে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহে ঝিকরগাছা উপজেলার ‘শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান’ হিসেবে নির্বাচিত হয়ে প্রতিষ্ঠানটি নিজেদের গৌরবের ইতিহাসে যুক্ত করল আরও একটি সোনালী অধ্যায়।
ঐতিহ্যের পথে সগৌরবে
১৯৬৩ সাল। ধর্মপ্রাণ সমাজসেবক হাজী বদর উদ্দিন আহমদ (রহ.) এর হাত ধরে রোপিত হয়েছিল এই প্রতিষ্ঠানের বীজ। লক্ষ্য ছিল দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক সুশৃঙ্খল জাতি গঠন। কালের পরিক্রমায় সেই চারাগাছ আজ মহীরুহে পরিণত হয়েছে।
বর্তমানে মাদরাসাটিতে দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের পাঠদান চলছে পুরোদমে। এর পাশাপাশি রয়েছে হিফজ বিভাগ ও এতিমখানা। ঝিকরগাছার হাজারো শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশে এই প্রতিষ্ঠানটি পালন করে আসছে অপরিহার্য ভূমিকা।
সাফল্যের নেপথ্য কারিগর
জাতীয় শিক্ষা সপ্তাহে সেরা হওয়ার পথটি মসৃণ ছিল না। এর পেছনে রয়েছে কঠোর শৃঙ্খলা, শিক্ষার মানোন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক সাফল্য। প্রতিষ্ঠানের নিয়মিত ভালো ফলাফল এবং শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধের চর্চা বিচারকদের নজর কেড়েছে। কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং শিক্ষার্থীদের মানবিক গুণাবলী অর্জনেও প্রতিষ্ঠানটি বরাবরই গুরুত্ব দিয়ে আসছে।
আনন্দাশ্রু ও কৃতজ্ঞতা
উপজেলা সেরা হওয়ার খবরে মাদরাসা প্রাঙ্গণে এখন উৎসবের আমেজ। এই অর্জনে সন্তোষ প্রকাশ করে মাদরাসার অধ্যক্ষ মুহিব্বুল ইসলাম বলেন, উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়া আমাদের জন্য অত্যন্ত গৌরবের। তবে এই সাফল্য কোনো একক ব্যক্তির নয়। গভর্নিং বডির সঠিক দিকনির্দেশনা, আমাদের শিক্ষকবৃন্দের অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থীদের অধ্যাবসায় এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ফলেই আজ আমরা এই অবস্থানে পৌঁছেছি।
তিনি আরও বলেন, এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর।
শিক্ষার্থীদের গর্ব
শিক্ষকদের পাশাপাশি উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। মাদরাসার কামিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল-মামুন নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমাদের প্রিয় প্রতিষ্ঠান উপজেলা সেরা নির্বাচিত হওয়ায় আমরা খুবই গর্বিত। আমাদের শিক্ষকরা অত্যন্ত আন্তরিক। তাদের তত্ত্বাবধান এবং ক্যাম্পাসের শৃঙ্খলাপূর্ণ পরিবেশ আমাদের ভালো ফলাফলের মূল অনুপ্রেরণা।
আগামীর প্রত্যাশা
ঝিকরগাছার অন্যতম গুরুত্বপূর্ণ এই শিক্ষাপ্রতিষ্ঠানটির অর্জনে খুশি এলাকাবাসীও। স্থানীয়রা মনে করেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে দারুল উলুম কামিল মাদরাসা ভবিষ্যতে আরও বড় ভূমিকা রাখবে।
২০২৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহের এই স্বীকৃতি নিঃসন্দেহে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসার জন্য এক নতুন মাইলফলক, যা আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগাবে।