বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শাকসুর ভিপি পদে যশোরের সন্তান দেলোয়ার হাসান শিশির

নজরুল ইসলাম নজরুল ইসলাম
প্রকাশ : বুধবার, ৭ জানুয়ারি,২০২৬, ০৯:২৬ পিএম
আপডেট : সোমবার, ১২ জানুয়ারি,২০২৬, ০৭:১৬ পিএম
শাকসুর ভিপি পদে যশোরের সন্তান দেলোয়ার হাসান শিশির

❒ ছাত্রনেতা দেলোয়ার হাসান শিশির। ছবি: ধ্রুব নিউজ গ্রাফিক্স

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির। শিবির সমর্থিত প্যানেলের নাম ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’। এই প্যানেল থেকে ভিপি পদে লড়বেন ছাত্রনেতা দেলোয়ার হাসান শিশির। তার বাড়ি যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া গ্রামে। শিশিরের এই পর্যায়ে আসাটা একটা গল্পের মতো। সংগ্রামই তার জীবনের প্রতিপাদ্য।

শিশিরের বেড়ে ওঠা

আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন । এই নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন দেলোয়ার হাসান শিশির। শিশির মূলত জুলাই যোদ্ধাদের একজন সমন্বয়ক ও সংগ্রামী ছাত্রনেতা।

 তিনি  দেয়াড়া গ্রামের  এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার পিতা আশরাফ আলী একজন সবজি ব্যবসায়ী এবং মা আঞ্জুয়ারা বেগম একজন গৃহিনী। চার ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয় আর তিন বোনের একমাত্র ভাই।

শিশিরের শিক্ষাজীবনের শুরু নারাঙ্গালী দাখিল মাদ্রাসা থেকে। সেখান থেকেই তিনি পঞ্চম, অষ্টম ও দাখিল সম্পন্ন করেন। পরে গাজীর দরগাহ মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৮–১৯ শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন।

অবসরে পরিবারের হাল ধরতে তিনি নিয়মিত পিতার কাজে  সহযোগিতা করেছেন।

বাস্তব জীবনের ঋদ্ধ অভিজ্ঞতা তাকে সাহসী, মানবিক ও দায়িত্বশীল একজন ছাত্রনেতা হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করেছে।

জুলাই আন্দোলনে শিশির

শিশির জুলাই যোদ্ধাদের একজন সমন্বয়ক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান ও শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে দৃঢ় ভূমিকার কারণে তিনি ইতোমধ্যে ক্যাম্পাসে ব্যাপক পরিচিতি ও আস্থার জায়গা তৈরি করেছেন।

২০ জানুয়ারির ভিপি নির্বাচনে তিনি শিক্ষার্থীদের অধিকার রক্ষা, হল ও একাডেমিক সমস্যা সমাধান, দুর্নীতিমুক্ত ক্যাম্পাস, একটি নিরাপদ ও মানবিক বিশ্ববিদ্যালয় গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন।

অকুতোভয় এ তরুণ সমন্বয়কের দিকে তাকিয়ে আছে সাস্টের সাধারণ শিক্ষার্থীরা। তাদের বিশ্বাস শিক্ষার্থীবান্ধব নেতৃত্ব দিতে পারবেন তাদের প্রাণপ্রিয় নেতা ।
অন্যদিকে দেলোয়ার হাসান শিশির যশোরবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, ৭ ডিসেম্বর ২০২৫, রোববার বিকেল সোয়া ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্যানেল ঘোষণা দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। তিনিই সেদিন শাকসুর ভিপি পদে প্রার্থী হিসাবে দেলোয়ার হাসান শিশিরের নাম বলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)