ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
❒ মনোনয়ন ফরম সংগ্রহ করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ। ছবি: ধ্রুব নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ।
বুধবার (২৪ ডিসেম্বর) তিনি চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিপন মাহমুদ বলেন, এবি পার্টি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতিতে বিশ্বাস করে। আমরা নাগরিকদের কল্যাণে একটি কার্যকর কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, নাগরিকদের বাস্তব সমস্যা চিহ্নিত করা, জনস্বার্থভিত্তিক নীতি প্রণয়ন, দুর্নীতি রোধ এবং সরকারি উন্নয়ন প্রকল্পে জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। জনগণের কণ্ঠস্বর হিসেবে জাতীয় সংসদে দৃঢ় ভূমিকা রাখতেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।