বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় ট্রাকের ধাক্কায় গৃহবধূ নিহত: শোকের ছায়া

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর,২০২৫, ১২:৪৫ এ এম
বাঘারপাড়ায় ট্রাকের ধাক্কায় গৃহবধূ নিহত: শোকের ছায়া

❒ প্রতীকী ছবি: ফাইল

যশোর–নড়াইল মহাসড়কের বাঘারপাড়া অংশে ট্রাকের ধাক্কায় হালিমা খাতুন (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) সকালে উপজেলার চাড়াভিটা বাজার সংলগ্ন দক্ষিণ শ্রীরামপুর গ্রামে এই  দুর্ঘটনা ঘটে।

নিহত হালিমা খাতুন উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।

 স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে হালিমা খাতুন নিজ বাড়ি থেকে বের হয়ে প্রয়োজনীয় কাজে যশোর–নড়াইল মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ দুর্ঘটনাস্থলে ভিড় জমান। নিহত হালিমার পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। চাড়াভিটা বাজার ও দক্ষিণ শ্রীরামপুর গ্রাম জুড়ে বর্তমানে গভীর শোকের ছায়া বিরাজ করছে।

স্থানীয়রা জানান, এই মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা মহাসড়কে গতিরোধক বা ট্রাফিক তদারকি বাড়ানোর দাবি জানান।

 ঘটনার পর স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পুলিশকে বিষয়টি অবহিত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)