বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর-৪ আসনে বিএনপি প্রার্থী পিতা-পুত্রের মনোনয়ন গ্রহন

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর,২০২৫, ০৪:০৩ পিএম
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর,২০২৫, ০৪:৫৬ পিএম
যশোর-৪ আসনে বিএনপি প্রার্থী পিতা-পুত্রের মনোনয়ন গ্রহন

❒ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব ও তার ছেলে ফারহান সাজিদ বিএনপি প্রার্থী হিসেবে মঙ্গলবার মনোনয়ন সংগ্রহ করা হয়। ছবি: ধ্রুব নিউজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব ও তার ছেলে ফারহান সাজিদ বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ।

মঙ্গলবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকারের কার্যালয় থেকে একই আসনে তাদের পক্ষে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু ।

এ বিষয়ে আব্দুর রহমান মিন্টু বলেন, ইঞ্জিনিয়ার টিএস আইয়ূবের নির্দেশেই তাদের দুইজনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। শুধু এবার নয়, এর আগেও একবার এই দুজনের পক্ষে জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইঞ্জিনিয়ার টিএস আইয়ূবের মনোনয়ন শেষ পর্যন্ত না টিকতে পারে- এমন সংশয়ের কারণে ছেলে ফারহান সাজিদের নামেও মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।

এর আগে গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল মনোনয়নপত্র সংগ্রহ করেন। ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী বায়জিদ হোসেন ১৮ ডিসেম্বর মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)