বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মানিলন্ডারিং মামলায় বেনাপোলের ঘাট মালিক রেজাউল ইসলাম রেজার বিরুদ্ধে চার্জশিট

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৯ ডিসেম্বর,২০২৫, ০৭:১০ পিএম
মানিলন্ডারিং মামলায় বেনাপোলের ঘাট মালিক রেজাউল ইসলাম রেজার বিরুদ্ধে চার্জশিট

মানিলন্ডারিং (অর্থ পাচার) মামলায় বেনাপোলের চোরাকারবারী ও ঘাট মালিক রেজাউল ইসলাম রেজাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে ঢাকা মালিবাগস্থ সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। তদন্তকারী কর্মকর্তা, পরিদর্শক ছায়েদুর রহমান, এই চার্জশিট জমা দেন। অভিযুক্ত রেজা বেনাপোলের ছোট আচঁড়া গ্রামের মৃত সহিদুল ইসলামের ছেলে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২২ সালের ১৭ আগস্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছোট আচঁড়ার জনিকে আটক করে। এ সময় জনির কাছ থেকে ১ কোটি ৩৩ লাখ ৫১ হাজার ৪৪ টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটক জনি স্বীকার করে যে, এই স্বর্ণের বার ঘাট মালিক রেজাউল ইসলামের।

মামলার অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত রেজার পৈতৃক ভিটা ছাড়া আর কোনো সম্পদ ছিল না। তিনি ছোটবেলা থেকেই চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। ২০১৩ সালে রেজা পুটখালি সীমান্তের ঘাট মালিক হওয়ার পর স্বর্ণ, গরু, বৈদেশিক মুদ্রা এবং মাদকদ্রব্য পাচারের মতো গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

২০১৩ সাল থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত তিনি এই ঘাট মালিকের পদ ব্যবহার করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলেন। তাঁর ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন নজরে আসে, যা মানিলন্ডারিংয়ের যথেষ্ট প্রমাণ বহন করে।

দীর্ঘ তদন্ত শেষে, ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় তদন্তকারী কর্মকর্তা আসামি রেজাউল ইসলাম রেজাকে অভিযুক্ত করে আদালতে এই চার্জশিট জমা দিয়েছেন। চার্জশিটে অভিযুক্ত রেজাকে পলাতক দেখানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)