ধ্রুব রিপোর্ট
যশোরে বার্মিজ চাকুসহ মোহাম্মদ রসুল (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক রসুল সদর উপজেলার আড়পাড়া শাহাপুর গ্রামের আনসার মোল্লার ছেলে।
পুরাতন কসবা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, গত সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপশহর বি ব্লক বাজারের একটি ওয়েল্ডিং দোকানের সামনে থেকে রসুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি স্টিলের বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
এলাকার লোকজনের অভিযোগ, আটক রসুল বি ব্লক বাজারে ক্ষমতার দাপট দেখিয়ে চাকু দেখিয়ে ত্রাস সৃষ্টি করত।
এসআই জাহিদুল ইসলাম আরও জানান, মঙ্গলবার আটক রসুলের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।