ধ্রুব রিপোর্ট
❒ ফাইল ছবি ছবি:
যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু রোগীর কাছ থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে আনোয়ারুল নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আনোয়ারুল সদর উপজেলার বাহাদুরপুর জেস গার্ডেন এলাকার মৃত আফসার আলীর ছেলে।
জানা গেছে, বাঘারপাড়া উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে তাজিমা (৭) অসুস্থতাজনিত কারণে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি আছে। সোমবার (৮ ডিসেম্বর, ২৫) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় শিশুটি একটি মোবাইল ফোন সেট নিয়ে খেলছিল। সেই সময় আনোয়ারুল নামের ওই যুবক তাজিমার কাছ থেকে মোবাইল সেটটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
কিন্তু হাসপাতালের অন্যান্য রোগীর স্বজন ও উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং চুরি যাওয়া মোবাইল ফোনসেটটি উদ্ধার করে।
পরে আটককৃত আনোয়ারুলকে হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্যের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন সাংবাদিকদের জানান, "হাসপাতালে ভর্তি থাকা এক শিশু রোগীর কাছ থেকে মোবাইল চুরির অভিযোগে আনোয়ারুল নামে এক যুবককে হেফাজতে নেওয়া হয়েছে। আটক আনোয়ারুল-এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"