বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

গোল্ডেন সাব্বির পিস্তল ও ককটেলসহ আটক

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি,২০২৬, ০৫:২৪ এ এম
গোল্ডেন সাব্বির পিস্তল ও ককটেলসহ আটক

❒ অস্ত্র ও ককটেলসহ আটক গোল্ডেন সাব্বির ছবি: সংগৃহীত

যশোরে  সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বিরকে আটক করেছে র‍্যাব-৬। এ সময় তার বাসা থেকে একটি পিস্তল ও ১৫টি ককটেল উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত গভীর রাতে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি চারতলা ভবনের ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়। আটক সাব্বির শহরের চাঁচড়া রায়পাড়ার মশিয়ার রহমান খোকনের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বির নেতৃত্বে ঘোপ সেন্ট্রাল রোডের ওই বাড়িতে অভিযান চালানো হয়। গোল্ডেন সাব্বির দীর্ঘদিন ধরে ওই বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছিল এবং সেখান থেকেই অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব গভীর রাতে অভিযান চালিয়ে গোল্ডেন সাব্বিরকে আটক করে। এ সময় ঘর তল্লাশিকালে রান্নাঘর থেকে একটি পিস্তল এবং খাটের পাশে লুকিয়ে রাখা ১৫টি ককটেল উদ্ধার করা হয়।

গোল্ডেন সাব্বির দুটি হত্যা মামলাসহ ১০ মামলার আসামি। দীর্ঘদিন ধরে সাব্বির যশোরের অপরাধ জগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। এর আগে ২০২০ সালে সাব্বির দুই সহযোগীসহ গ্রেপ্তার হয়েছিল। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছিল।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)