বেনাপোল (যশোর) প্রতিনিধি
❒ বেনপোলে অস্ত্রসহ আটক সাকিব হাসান ছবি: ধ্রুব নিউজ
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় নিজ বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ সাকিব হাসান (২২) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬। আটক সাকিব বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আসলাম আলীর ছেলে।
রোববার (১১ জানুয়ারি) সকাল সাতটার দিকে রঘুনাথপুরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাকিবের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে তার শয়নকক্ষের বিছানার নিচ থেকে দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণায় উদ্ধারকৃত অস্ত্রগুলো ভারতীয় বলে ধারণা করা হচ্ছে।
সাকিবের প্রতিবেশী আব্দুল্লাহ জানান, সাকিব একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানে কর্মরত। গত শুক্রবার চুয়াডাঙ্গা থেকে ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন। ঘটনার সময় তিনি অসুস্থ অবস্থায় বাড়িতেই ছিলেন। আজ সকালে হঠাৎ র্যাব সদস্যরা বাড়ি ঘিরে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করেন।
যশোর র্যাব-৬–এর সহকারী পরিচালক আবু বক্কার সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, র্যাব সদস্যরা দু’টি পিস্তল ও গুলিসহ এক যুবককে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রবেশের তৎপরতা বেড়েছে। বিশেষ করে বেনাপোল রুট ব্যবহার করে ভারত থেকে অস্ত্র আসার বিষয়টি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় ধরনের হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।