বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইবির আল-কুরআন বিভাগের নতুন সভাপতি ড. জালাল উদ্দিন

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর,২০২৫, ০৭:৪৪ পিএম
ইবির আল-কুরআন বিভাগের নতুন সভাপতি  ড. জালাল উদ্দিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন। সম্প্রতি তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে অধ্যাপক ড. খান মুহাম্মদ ইলিয়াসের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি অধ্যাপক ড. এয়াকুব আলী, আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এছাড়াও বিভাগের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, সিনিয়র অধ্যাপক ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী, অধ্যাপক ড. আ.ফ.ম আকবর হোসাইন, ড. হাফেজ আবু নোমান মোঃ এরশাদ উল্লাহ, ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ড. লোকমান হোসাইন, অধ্যাপক ড. গোলাম রাব্বানী ও অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসাইনসহ বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পর থেকে বিভাগের অ্যাকাডেমিকসহ সব ক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় তা সম্পন্ন করতে পেরেছি। আজ নতুন সভাপতি হিসেবে আমার সহকর্মী অধ্যাপক ড. জালাল উদ্দিন দায়িত্ব গ্রহণ করেছেন। দোয়া করি তিনি যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারেন।”

নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন বলেন, ‘বিভাগের সার্বিক উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো। এ কাজে আমি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি। সবাই দোয়া করবেন, আমি যাতে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারি।’

ড. জালালের বাড়ি যশোরের বসুন্দিয়া ইউনিয়নের ঘুণি গ্রামে। আগামী ৩ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)