বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আধুনিক শিক্ষা মডেল অনুসরণ করে মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে হবে : চেয়ারম্যান, মাদ্রসা শিক্ষা বোর্ড

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর,২০২৫, ০৩:১৪ পিএম
আধুনিক শিক্ষা মডেল অনুসরণ করে মাদ্রাসা  শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে হবে : চেয়ারম্যান, মাদ্রসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক বলেছেন, মাদরাসা শিক্ষাকে আধুনিক ও উন্নত করার মাধ্যমেই  সার্বিক মানোন্নয়ন সম্ভব। তিনি তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদরাসার মতো আধুনিক মডেল অনুসরণ করে শিক্ষাব্যবস্থাকে উন্নত করার ওপর জোর দেন।

মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, আধুনিকায়ন এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় তানযীমুল উম্মাহ-এর মতো উদ্যোগকে সমর্থন ও প্রসারের কথা জানিয়ে বোর্ডের চেয়ারম্যান বলেন, তানযীমুল উম্মাহ মাদরাসা, যশোরের নামে যশোর ক্যাম্পাসের শিক্ষার্থীরা দাখিল ও আলিম পরীক্ষায় অংশ নিতে পারবে। তিনি এ বিষয়ে আশ্বাস প্রদান করেন এবং সময়োপযোগী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আজ (শনিবার) সকালে যশোর পিটিআই মিলনায়তনে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ মাদরাসা, যশোর শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মাদ ইকবলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিরেক্টর মোহাম্মাদ আসলাম মিয়া, ডিরেক্টর আ খ ম মাসুম বিল্লাহ এবং এম এম রবিউল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন ইসমাইল মোল্লা এবং মাওলানা আশরাফ আলী।

এ সময় শাখাপ্রধান, শিক্ষকবৃন্দ, অভিভাবকমণ্ডলী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)