ধ্রুব রিপোর্ট
❒ প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর বিএম আব্দুল হান্নান। ছবি: ধ্রুব নিউজ
যশোর সরকারি এমএম কলেজের শনিবার সকালে শিক্ষক মিলনায়তনে 'শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকের ভূমিকা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর বিএম আব্দুল হান্নান। তিনি বলেন, শিক্ষা মানোন্নয়নে শিক্ষককে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। এজন্য শিক্ষা মন্ত্রণালয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক নির্বাচিত করা শুরু করেছে। সেইসাথে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া শিক্ষকের সম্মান বৃদ্ধির জন্য জাতীয় পর্যায়, জেলা ও উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত করে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হচ্ছে।
বিশেষ অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম।
এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অর্থনীতির প্রফেসর এনাম হোসেন, সহযোগী অধ্যাপক মেহের আফরোজ, ব্যবস্থাপনা বিষয়ের প্রফেসর আতিয়ার রহমান, রসায়নের সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন, বাংলার সহকারী অধ্যাপক মেহেদী হাসান, সমাজবিজ্ঞানের সহকারী অধ্যাপক হামিদুল হক।