❒ লিভারপুলের জার্সিতে গোল করে সালাহর স্বস্তির উদযাপন। ছবি:
গত মৌসুমে দারুণ ফুটবল খেলা লিভারপুল চলতি মৌসুমে ব্যাকফুটে আছে। যার দায় মোহামেদ সালাহর দিকে গেছে। ফর্মে নেই তিনিও। যে কারণে তাকে প্রথমে শুরুর একাদশ থেকে বাদ দিয়ে বদলি নামানো শুরু করেন কোচ। পরে খেলারই সুযোগ পাননি কটা ম্যাচে।
ওই ঘটনায় লিভারপুলের কোচ আর্নে স্লটের ওপর ক্ষোভ ঝেড়েছিলেন সালাহ। বলেছিলেন- মনে হচ্ছে সব দায় আমার। কোচের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। কিন্তু এখন মনে হচ্ছে তার সঙ্গে আমার কোন সম্পর্কই নেই। আমাকে ছুড়ে ফেলা হচ্ছে।
এমন মন্তব্যের পর সালাহকে চ্যাম্পিয়ন্স লিগের দল থেকে বাদ দেওয়া হয়েছিল। মিলান সফরে দলের সঙ্গেই ছিলেন না লিভারপুলের মিশরীয় কিংবদন্তি। যদিও পরের লিগ ম্যাচে খেলেছিলেন তিনি। ওই ঘটনা নিয়ে লিভারপুলে সালাহর সতীর্থ কার্টুস জোনস বলেছেন, সতীর্থদের কাছে সবকিছুর জন্য ক্ষমা চেয়েছেন সালাহ।
এক সাক্ষাৎকারে জোনস বলেন, ‘সালাহ আমাদের কাছে ক্ষমা চেয়েছে। তিনি সতীর্থদের বলেন- আমি যদি কাউকে আক্রান্ত করে থাকি, কাউকে যদি খাটো করি থাকে, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। তিনি মানুষ হিসেবে আসলে এমনই।’
সালাহ সবসময় ইতিবাচক ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন জোনস। তার মতে, সালাহ আগের মতো ওই একই ব্যক্তি আছেন। তার মুখে আগের মতো চওড়া হাসি লেগে আছে। দলের সকলে তার সঙ্গে পূর্বের মতোই আছে। কারো সঙ্গে তার দূরত্ব তৈরি হয়নি। সালাহর ক্ষোভ প্রকাশ তার চ্যাম্পিয়ন মানসিকতার অংশ বলেও উল্লেখ করেন জোনস।