বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রিশাদের জোড়া শিকারের দিনে হোবার্টের হার

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর,২০২৫, ০৮:০১ পিএম
রিশাদের জোড়া শিকারের দিনে হোবার্টের হার

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) নিজের দ্বিতীয় ম্যাচে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। মেলবোর্ন স্টারসের বিপক্ষে মাত্র ৭ বলের ব্যবধানে ২ উইকেট তুলে নিলেও শেষ পর্যন্ত তার দল হোবার্ট হ্যারিকেন্স হারের মুখ দেখেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মেলবোর্নে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় স্টারসরা।

টানা দ্বিতীয় ম্যাচে হোবার্টের একাদশে সুযোগ পাওয়া রিশাদ ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথম বোলিংয়ে আসেন। ওভারের তৃতীয় বলেই ভয়ংকর হয়ে ওঠা ওপেনার টমাস রজার্সকে (৩০) সাজঘরে ফেরান তিনি। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই রিশাদ তুলে নেন আরেক ওপেনার জো ক্লার্কের উইকেট। মাত্র ৭ বলের ব্যবধানে ২ উইকেট নিয়ে মেলবোর্নকে চাপে ফেলে দিয়েছিলেন এই টাইগার লেগি।

তবে তৃতীয় ওভারে অভিজ্ঞ মার্কাস স্টয়নিস তার ওপর চড়াও হন। ওই ওভারে ১৯ রান খরচ করায় রিশাদের বোলিং ফিগার দাঁড়ায় ৩ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট।

প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে হোবার্ট হ্যারিকেন্স। দলের পক্ষে বেন ম্যাকডারমট সর্বোচ্চ ৬৯ এবং টিম ডেভিড ৩১ রান করেন। রিশাদ ব্যাট হাতে ৩ বলে ৫ রান করে অপরাজিত থাকেন।

১৫৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারালেও মার্কাস স্টয়নিসের বিধ্বংসী ফিফটিতে সহজ জয় পায় মেলবোর্ন স্টারস। স্টয়নিস ৩১ বলে ৬২ এবং ক্যাম্পবেল ২৭ বলে ৪১ রানে অপরাজিত থেকে ২৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন।

হোবার্টের এটি টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে প্রথম হার। এর আগে প্রথম ম্যাচে রিশাদ উইকেটশূন্য থাকলেও দল জয় পেয়েছিল।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)