অভয়নগর (যশোর) সংবাদদাতা।
❒ বৈদ্যুতিক শর্ট-সার্কিটে সৃষ্ট আগুনে পুড়া “আশিকুর কুটির শিল্পের” কারখানার মাল-সামানা। ছবি: ধ্রুব নিউজ
বৈদ্যুতিক শর্ট-সার্কিটে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেল আশিকুরের স্বপ্ন। সেই সাথে হতাশার সাগরে ডুবে গেল ৩০টি পরিবার। এখন কিভাবে চলবে তাদের জীবন জীবিকা। এ নিয়ে চিন্তার অন্ত নেই তাদের।
যশোর অভয়নগরে পীরবাড়ি এলাকায় সোমবার রাতের ওই আগুন পুড়িয়ে ছাই করে দিল “আশিকুর কুটির শিল্প” নামের একটি পিড়ে বেলুন কারখানা। গভীর রাতে মুহূর্তেই পুড়ে গেল কারখানার যাবতীয় মাল-সামানা । এতে বৈদ্যুতিক মটরসহ কাঁচামালও পুড়ে যায়। যার আনুমানিক ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা। প্রতিষ্ঠানের মালিক আশিকুর রহমান জানিয়েছে, তার প্রতিষ্ঠানে কাজ করে ত্রিশটির বেশি পরিবারের সংসার চলত। তার কারখানায় কাজই ছিল তাদের জীবিকার উৎস। এখন পরিবারগুলোর চিন্তায় তিনি উদ্বিগ্ন। সমাজের বিত্তবানদের পাশাপাশি সরকারি সহযোগিতার প্রত্যাশা করেছেন তিনি।
এদিকে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করে আশিকুরকে সান্ত্বনা দিয়েছেন জেলা জামায়াতের আমির ও যশোর-৪ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
জামায়াত আমিরের সাথে এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্বের সভাপতি এম এম আশিকুজ্জামান, অভয়নগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক সর্দার শরীফ হোসাইন, পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. আশিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি অধ্যাপক আব্দুল মতিন, ছাত্রশিবিরের নওয়াপাড়া কলেজ সভাপতি এস এম ফয়সাল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।