চৌগাছা (যশোর) সংবাদদাতা:
❒ যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপি মনোনিত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নি মনোনয়নপত্র সংগ্রহ করছেন। ছবি: ধ্রুব নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপি মনোনিত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ।
সোমবার দুপুরে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা তানভীর আহমেদের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপি সভাপতি এম এ সালাম, সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, বিএম হাফিজুর রহমান, আনিচুর রহমানসহ চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র প্রদানকালে সহকারি রিটানিং কর্মকর্তা বিএনপি নেতৃবৃন্দকে সকল ধরনের নির্বাচনি আচরণবিধি মেনে চলার অনুরোধ করেন।