বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাসার ফার্নিচার ভর্তি পিকআপ থেকে ৪৫ কেজি গাঁজাসহ দু’জন আটক

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : সোমবার, ২২ ডিসেম্বর,২০২৫, ০৭:১৫ পিএম
বাসার ফার্নিচার ভর্তি পিকআপ থেকে ৪৫ কেজি গাঁজাসহ দু’জন আটক

❒ বাসার ফার্নিচার ভর্তি পিকআপ তল্লাশি করে ৪৫ কেজি গাঁজা আটক করা হয়। ছবি: ধ্রুব নিউজ

ডিবি পুলিশ বাসার ফার্নিচার ভর্তি একটি পিকআপ তল্লাশি করে ৪৫ কেজি গাঁজা আটক করেছে । এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, কুড়িগ্রামের বুড়িমারি সীমান্তের আড়িয়ারকুঠি গুছিডাণ্ডা গ্রামের আব্দুল হাই মন্ডলের ছেলে ফরিদুল ইসলাম ও আরিফ হোসেনের ছেলে দুলাল।

ডিবি পুলিশ সূত্রে জানাগেছে,  রোববার  সকালে যশোর শহরতলীর খয়েরতলা ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে থেকে বাসার ফার্নিচার ভর্তি (ঢাকা মেট্টো-ন-১২-৪৪৮২) একটি মিনি পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। পিকআপে থাকা বঙ্খাটের মধ্যে লুকিয়ে রাখা একটি বস্তা থেকে ৪৫ কেজি গাঁজা আটক করা হয়। এ সময় ফরিদুল ও দুলাল নামক দুজনকে আটক করা হয়। পিকআপ চালক জাহিদ হোসেন এবং হেলপার পারভেজ ইসলাম আপেলকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে ।

চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে,  ‘ট্রাক লাগবে’  নামক অ্যাপস দিয়ে মালিকের কাছ থেকে পিকআপটি ভাড়া নিয়েছিল তারা। মালিকের কথা মতো পিক-আপে বুড়িমারি সিমান্তের কাছ থেকে বাসার ফার্নিসার লোড করা হয়। তারা বোনের বাড়ি যশোরে ওই মালামাল নিয়ে আসছিল।

ডিবির দায়িত্বপ্রাপ্ত ওসি আবু হাসান সাংবাদিকদের জানিয়েছেন, এই ঘটনার সাথে চালক ও হেলপার জড়িত না। তাদের সাথে যে দুজন ছিলো তারাই জড়িত। তাদের আটক করা হয়েছে। এই গাঁজার চালানের সাথে আরো তিনজনের নাম পাওয়া গেছে।  তাদেরকেও আসামি করা হবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)