বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হাদি হত্যার প্রতিবাদে ফুঁসছে যশোর

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর,২০২৫, ০৪:০৩ পিএম
হাদি হত্যার প্রতিবাদে ফুঁসছে যশোর

❒ জুম্মা নামাজ শেষে যেশোর মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল করে সর্বস্তরের ছাত্র-জনতা ছবি: ধ্রুব নিউজ

শহীদ হাদি হত্যার প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের ছাত্র-জনতা। শুক্রবার জুম্মা নামাজ শেষে শহরের মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে এই বিশাল মিছিলটি বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা হাদি হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে এনসিপি নেতা নুরুজ্জামান বলেন, "হাদি হত্যাকাণ্ড আমাদের বিবেককে নাড়া দিয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।" তিনি অন্যায়ের বিরুদ্ধে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথের এই আন্দোলন অব্যাহত থাকবে।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার অফিস সম্পাদক তৌহিদুজ্জামান। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির নেতা সামিউল আলম শিমুল, আমানুল্লাহ আমান, মারুফ সুকরন ও জায়েদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিছিলটি যশোর শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।   

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)