বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সূর্যবংশী আর গণির তাণ্ডবে ওয়ানডেতে ৫৭৪ রানের বিশ্ব রেকর্ড

ধ্রুব স্পোর্টস ধ্রুব স্পোর্টস
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর,২০২৫, ১২:২১ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর,২০২৫, ১২:৩৭ এ এম
সূর্যবংশী আর গণির তাণ্ডবে ওয়ানডেতে ৫৭৪ রানের বিশ্ব রেকর্ড

ভারতীয় ঘরোয়া ক্রিকেটে এক ম্যাচেই গড়েছে একের পর এক রেকর্ড। তরুণ বিস্ময় বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ের পর আরও ভয়ংকর রূপ দেখালেন তার দলের অধিনায়ক সাকিবুল গণি। তিন সেঞ্চুরির ঝড়ে বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে ইতিহাস গড়েছে বিহার।

উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৫৭৪ রান তোলে বিহার। লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

ইনিংসের শুরুতেই ঝড় তোলেন ওপেনার বৈভব সূর্যবংশী। মাত্র ৩৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ১৪ বছর বয়সী এই ব্যাটার। পরে পাঁচ নম্বরে নেমে অধিনায়ক সাকিবুল গণি আরও দ্রুত গতিতে ব্যাট চালান।

তিনি সেঞ্চুরি করেন মাত্র ৩২ বলে। চার নম্বরে নামা আয়ুশ লোহারুকাও শতক পূর্ণ করলে বিহারের রানপাহাড় আরও উঁচু হয়।

এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ছিল তামিল নাড়ুর দখলে। ২০২২ সালের বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে তারা করেছিল ৫০৬ রান।

বিহারের ইনিংসে সেই রেকর্ড ভেঙে যায় অনেক ব্যবধানে।

সূর্যবংশী এই ম্যাচে ৮৪ বলে ১৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ১৬টি চার ও ১৫টি ছক্কায় সাজানো ছিল তার ব্যাটিং। লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নেন তিনি।

তার আউট হওয়ার সময় ২৬ দশমিক ৪ ওভারে বিহারের সংগ্রহ ছিল ২ উইকেটে ২৬১ রান।

সেখান থেকে শেষ ১৪০ বলে আরও ৩১৩ রান যোগ করে দলটি।
চার নম্বরে নেমে আয়ুশ লোহারুকা করেন ৫৬ বলে ১১৬ রান। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৮টি ছক্কা। তবে শেষদিকে সব আলো কেড়ে নেন অধিনায়ক সাকিবুল গণি। তিনি অপরাজিত থাকেন ১২৮ রানে। মাত্র ৪০ বলে খেলা এই ইনিংসে ছিল ১০টি চার ও ১২টি ছক্কা।

৩২ বলে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ড গড়েন গণি। এই ম্যাচেই ৩৩ বলে সেঞ্চুরি করে আগের রেকর্ড গড়েছিলেন ইশান কিশান। সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটি এখনো অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার ম্যাকগার্কের, যিনি ২৯ বলে শতক করেছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)