চৌগাছা (যশোর)প্রতিনিধি
ছবি: ফাইল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে লড়াই করতে চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশোর জেলা বিএনপির সাবেক সদস্য জহুরুল ইসলাম–এর পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
বিএনপি নেতা জহুরুল ইসলামের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন চৌগাছা উপজেলা বিএনপির বর্তমান সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান। এসময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।