ধ্রুব ডেস্ক
❒ যুদ্ধের পরপরই তোলা ছবিতে রায়েরবাজারে বুদ্ধিজীবীদের মরদে ছবি: সংগৃহীত
আজ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। এ দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসের মর্মন্তুদ এক দিন। বিজয়ের ঊষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ যন্ত্রণার দিন।
এবার ভিন্ন প্রেক্ষাপটে শহীদ বুদ্ধিজীবী দিবস ফিরে এসেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের মাধ্যমে জাতি নতুন এক গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করবে।
এর আগে জাতির আকাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার প্রক্রিয়াও অনেকটাই এগিয়ে নেওয়া হয়েছে, যা ছিল একাত্তরের বিজয়ের ঊষালগ্নে জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষা। এই বিবেচনায় এবারের শহীদ বুদ্ধিজীবী দিবসে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার প্রতাশা করছে দেশের জনগণ।