শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে রানা প্রতাপ হত্যা: বাগেরহাট থেকে সন্দেহভাজন সাদ্দাম আটক

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি,২০২৬, ০৫:২৭ পিএম
মণিরামপুরে রানা প্রতাপ হত্যা: বাগেরহাট থেকে সন্দেহভাজন সাদ্দাম আটক

❒ আটক সাদ্দাম মন্ডল ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুর উপজেলার কাপালিয়া বাজারে চরমপন্থী নেতা রানা প্রতাপ হত্যা মামলায় জড়িত সন্দেহে সাদ্দাম মন্ডল নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত বুধবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার কয়লা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাদ্দাম মন্ডল খুলনা জেলার ফুলতলা উপজেলার পিপরাইল জামিরা গ্রামের নাজের মন্ডলের ছেলে। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, রানা প্রতাপ হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় এ হত্যাকাণ্ডের সাথে সাদ্দামসহ কয়েকজনের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় মণিরামপুর উপজেলার কাপালিয়া বাজারের একটি ক্লিনিকের পাশে দুর্বৃত্তদের গুলিতে বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ নিহত হন। নিহত রানা প্রতাপ একটি চরমপন্থী সংগঠনের সাথে যুক্ত ছিলেন বলে জানা গেছে। পুলিশের ধারণা, চরমপন্থী সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর আগে এ মামলায় মিজানুর রহমান নামে আরেকজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)