শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ব্যবসা শুধু মুনাফার মাধ্যম নয়, এটি আমানত ও ইবাদত: ভিপি কাদের

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : শুক্রবার, ১৬ জানুয়ারি,২০২৬, ০৯:৩১ পিএম
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারি,২০২৬, ০৯:৪৫ পিএম
ব্যবসা শুধু মুনাফার মাধ্যম নয়, এটি আমানত ও ইবাদত: ভিপি কাদের

❒ ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ), যশোরের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় শহরের সার্কিট হাউস পাড়ার প্রাচ্য সংঘ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

জামায়াতে ইসলামি মনোনীত যশোর-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি আব্দুল কাদের বলেছেন, ব্যবসা শুধু মুনাফার মাধ্যম নয়, এটি একটি আমানত। ইবাদতও বটে। একজন ব্যবসায়ী যদি নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেন, তবে তার ব্যবসা যেমন টেকসই হয়, তেমনি সমাজও উপকৃত হয়।তিনি বলেন, আদর্শ ব্যবসায়ীরা সমাজে ন্যায়বিচার ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

আদর্শিক মূল্যবোধ, সততা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে সফল ব্যবসায়ী গড়ে তোলার লক্ষ্যে যশোরে ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ভিপি কাদের এসব কথা বলেন। ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ), যশোরের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় শহরের সার্কিট হাউস পাড়ার প্রাচ্য সংঘ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস বলেন, ইসলাম ব্যবসাকে উৎসাহিত করেছে, তবে শর্ত হলো সততা, ন্যায্যতা ও মানুষের হক আদায় অত্যাবশ্যক হতে হবে। সুদ, প্রতারণা ও অসততা পরিহার করে ব্যবসা পরিচালনা করলে আল্লাহ তায়ালা তাতে বরকত দান করেন। তিনি ব্যবসায়ীদেরকে সামাজিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ যশোরের সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামির জেলা অফিস সেক্রেটারি নূর-ই-আলি নূর আল মামুন,  সেক্রেটারি রেজাউল করিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী ও সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে খন্দকার রশিদুজ্জামান রতন বলেন, আইবিডব্লিউএফ-এর লক্ষ্য হচ্ছে আদর্শবান, দেশপ্রেমিক ও মানবকল্যাণমুখী ব্যবসায়ী তৈরি করা। আমরা চাই ব্যবসায়ীরা শুধু নিজের উন্নয়ন নয়, সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখুক। তিনি বলেন, এ ধরনের মতবিনিময় সভা থেকে অভিজ্ঞ ব্যবসায়ীদের জ্ঞান ও দিকনির্দেশনা নতুন উদ্যোক্তাদের জন্য পথনির্দেশক হতে পারে। সভা শেষে দেশের কল্যাণে,  ব্যবসায়ীদের সফলতা ও শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)