ধ্রুব রিপোর্ট
যশোর শহরের পালবাড়ি এলাকায় কাভার্ড ভ্যানের চাকায় মিজানুর রহমান (৬০) নামে একজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান মৃত শাহাবুদ্দিনের ছেলে। তিনি মমিন নগর নওদাপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন হকার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দৈনন্দিন কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পালবাড়ি এলাকায় ইমদাদের ফলের দোকানের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি কভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি সড়কের উপর পড়ে গিয়ে গুরুতর আহত হন।
এসময় স্থানীয় লোকজন দ্রুত কাভার্ড ভ্যানটি আটক করে এবং আহত অবস্থায় মিজানুর রহমানকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃতু ঘোষণা করেন।
খবর পেয়ে স্বজনরা হাসপাতালে পৌঁছালে সেখানে শোকের মাতম সৃষ্টি হয়। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছিল।