ধ্রুব রিপোর্ট
❒ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ছবি: সংগৃহীত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার আগামীকাল ১৭ জানুয়ারি (শনিবার) যশোর সফরে আসছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার সকাল ১১টায় তিনি সড়কপথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পৌঁছাবেন। সেখানে যবিপ্রবি আয়োজিত 'ইন্টারন্যাশনাল কনফারেন্স অন লাইফ সায়েন্স, হেলথ অ্যান্ড বায়োটেকনোলজি (লাইফটেক–২০২৬)' শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি।
পরবর্তীতে একই দিন দুপুর ২টা ২০ মিনিটে তিনি যশোর শহরের চাঁচড়া মোড় সংলগ্ন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) স্বাদুপানি উপকেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে বিকেল ৩টা ১৫ মিনিটে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে যশোর ত্যাগ করবেন।
সফরসূচি অনুযায়ী অনুষ্ঠানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল মজিদ, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আব্দুস সবুরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।