ধ্রুব রিপোর্ট
যশোরের পশ্চিম বারান্দীপাড়া কদমতলা মসজিদে নাঈমের উদ্যোগে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) বিকেলে মসজিদ প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।
ওয়াজ মাহফিল শুরুর আগে বিকেলে শিশুদের মেধা বিকাশে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মহল্লার শিশুরা কুরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আয়োজক সূত্রে জানা গেছে, এই প্রতিযোগিতায় মহল্লার মোট ৪১ জন শিশু শিক্ষার্থী অংশ নেয়। তাদের তিলাওয়াত ও সুললিত কণ্ঠের হামদ-নাতে মুগ্ধ হন উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদে নাঈমের সভাপতি আবু তালেব এবং সাধারণ সম্পাদক আব্দুস সোবহান।

বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মহিউদ্দীন মোহাম্মদ, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আব্দুল খালেক এবং সাংবাদিক নেতা ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জুবায়ের আহমেদ প্রমুখ।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন হাফেজ হেদায়েতুল্লাহ হৃদয়।
পুরস্কার বিতরণী শেষে মসজিদ প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ও আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে তাত্ত্বিক আলোচনা পেশ করেন। মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন এবং সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।