ধ্রুব ডেস্ক
❒ বাংলাদেশ মিশনের দিকে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ হাই কমিশনের বাইরে দিল্লিতে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। প্রতিবেশী দেশ দু’টির কূটনৈতিক টানাপড়েনের মধ্যে এ উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের কর্মীরা মঙ্গলবার পুলিশের ব্যারিকেড ভেঙে হাই কমিশনের দিকে এগোনোর চেষ্টা করে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে।
বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল বাংলাদেশের ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরে ওই বিক্ষোভের ডাক দেয় । সকাল থেকেই তাদের এ কর্মূসচি ঘিরে উত্তেজনা ছিল।
এ কারণে ওই এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছিল। দ্য হিন্দু লিখেছে, তিন স্তরের ব্যারিকেড বসিয়ে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু এক পর্যায়ে কয়েকশ বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে ফেলে এবং বাংলাদেশ মিশনের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।