বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর হাসপাতালে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার সচেতনতায় প্রচারণা

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি,২০২৬, ০২:০৯ পিএম
যশোর হাসপাতালে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার সচেতনতায় প্রচারণা

❒ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে রোগ নির্ণয় পরীক্ষার লক্ষ্যে বিশেষ কর্মসূচি পালিত হয় ছবি: ধ্রুব নিউজ

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে রোগ নির্ণয় পরীক্ষার লক্ষ্যে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, রোটারি ক্লাব অব ঢাকা, সেভ লাইফ ফাউন্ডেশন এবং রোটারি ক্লাব অব যশোরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

রোটারি ক্লাব অব যশোরের সভাপতি সেলিম রেজা বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত। এ সময় আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব যশোরের সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন খানসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট চিকিৎসকগণ।

আয়োজকরা জানান, প্রতি বছর জানুয়ারি মাসকে ‘জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা মাস’ হিসেবে পালন করা হয়। এরই অংশ হিসেবে এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে নারীদের বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষার সুযোগ দেওয়া হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নিয়মিত এ ধরনের পরীক্ষা ও সচেতনতা কার্যক্রম নারীদের স্বাস্থ্য সুরক্ষায় এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)