ধ্রুব রিপোর্ট
যশোরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংক ও অগ্রণী ব্যাংককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংক দুটির জেলা শাখা প্রধানদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
শীর্ষে ইসলামী ও অগ্রণী ব্যাংক: অভিবাসী দিবসের আলোচনা সভায় জানানো হয়, বৈধ পথে প্রবাসীদের অর্জিত অর্থ দেশে আনার ক্ষেত্রে যশোর জেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ব্যাংকগুলো। এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জেলায় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী প্রতিষ্ঠান হিসেবে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে অগ্রণী ব্যাংক। প্রবাসীদের সেবা ও বৈদেশিক মুদ্রা অর্জনে বিশেষ ভূমিকা রাখায় এই স্বীকৃতি দেওয়া হয়।
রেমিট্যান্স ও কর্মসংস্থানের পরিসংখ্যান: সভায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে যশোরের প্রবাস আয়ের একটি চিত্র উপস্থাপন করা হয়। তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাস পর্যন্ত যশোর জেলা থেকে সংগৃহীত রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১০০.৭ মিলিয়ন ডলার। এ সময়ে জেলা থেকে ১১ হাজার ৭১৮ জন কর্মী প্রবাসে পাড়ি জমিয়েছেন। এর আগে ২০২৩ ও ২০২৪—এই দুই বছরে যশোর জেলায় মোট ৩৭৪.৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল।
ব্যক্তিগত ক্যাটাগরিতে সম্মাননা: প্রতিষ্ঠানিক সম্মাননার পাশাপাশি দুই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধাদেরও পুরস্কৃত করা হয়। জার্মান প্রবাসী নারী রেমিট্যান্স যোদ্ধা আফরোজা বুলবুল এবং মালয়েশিয়া প্রবাসী আমির হোসেনকে এই সম্মাননা প্রদান করা হয় (তাদের পক্ষে স্বজনরা পুরস্কার গ্রহণ করেন)।
অনুষ্ঠানের প্রেক্ষাপট: ‘দক্ষতা দিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক শাহরিয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং টিটিসি অধ্যক্ষ ইফফাত মাহমুদ।
শোভাযাত্রা ও আলোচনার মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে প্রবাসীদের আরও উদ্বুদ্ধ করার আহ্বান জানান।