সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সিলেটে ব্লক রেইড, বাম দলের ৩৭ নেতা কর্মী আটকের ঘটনায় যশোরে মানববন্ধন

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৪ নভেম্বর,২০২৫, ০৮:৪৮ পিএম
সিলেটে ব্লক রেইড, বাম দলের ৩৭ নেতা কর্মী আটকের ঘটনায় যশোরে মানববন্ধন

সিলেটে ব্লক রেইড দিয়ে বাসদ অফিস থেকে ২২ জন শ্রমিক নেতা-কর্মী এবং সিপিবি নেতা এডভোকেট আনোয়ার হোসেন  সুমন সহ মোট ৩৭ জন নেতাকর্মী গ্রেপ্তারের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। 

আজ মঙ্গলবার বিকালে প্রেস ক্লাব যশোরের সামনে বাম গণতান্ত্রিক জোট এই কর্মসূচির আয়োজন করে। 

মানববন্ধনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেন, '২৪ এর জুলাই অভ্যুত্থানে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছিল। শুধু ছিল বললে ভুল হবে তারাও রক্ত দিয়েছে, জীবন দিয়েছে।  মানববন্ধন থেকে বক্তারা সিলেটে আটককৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান।

বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক হাসিনুর রহমানের সভাপতিত্ব আরও বক্তব্য রাখেন 

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা সম্পাদক তসলিম উর রহমান, সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি  মাহবুবুর রহমান মজনু, বামনেতা জিল্লুর রহমান ভিটু,  বাসাদ নেতা আলাউদ্দিন,  রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল জলিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক আহ্বায়ক রাশেদ খান  প্রমুখ।

মানববন্ধন শেষে নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিটিলটি প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)