অভয়নগর (যশোর) প্রতিনিধি
❒ ধোপাধি ফুটবল একাডেমির আয়োজনে নড়াইল ফুটবল একাদশ ও শার্শা ফুটবল একাদশ মুখোমুখি হয় ছবি: ধ্রুব নিউজ
শীতের বিকেলে মাঠজুড়ে উপচে পড়া ভিড়, গ্যালারিতে হাজারো মানুষের করতালি আর টানটান উত্তেজনা—সব মিলিয়ে যশোরের অভয়নগরে ধোপাদি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দেখা গেল ফুটবলের এক অভাবনীয় উন্মাদনা। শুক্রবার (২৬ ডিসেম্বর) এখানেই অনুষ্ঠিত হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলাম স্মৃতি ৮-দলীয় ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল।
ধোপাধি ফুটবল একাডেমির আয়োজনে নড়াইল ফুটবল একাদশ ও শার্শা ফুটবল একাদশ মুখোমুখি হয়। মাঠের লড়াইয়ে দুই দলই সমানে সমান লড়লেও শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে শার্শা ফুটবল একাদশকে ৩-২ গোলে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় নড়াইল ফুটবল একাদশ।
খেলার শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে দর্শকরা মেতে ওঠেন। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টুর্নামেন্টে অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে শার্শা একাদশের বাবু 'ম্যান অব দ্য ম্যাচ' এবং নড়াইল একাদশের তানভীর 'ম্যান অব দ্য সিরিজ' নির্বাচিত হন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেসার্স সুপার ড্রাই শপের এমডি আলহাজ এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট শাকিল আহমেদ রিপন।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও অভয়নগর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান মসি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুজ্জামান টুলু, নড়াইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান এবং জাতীয় দলের সাবেক খেলোয়াড় রফিকুল ইসলাম রফি। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে ৮০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
পুরো খেলাটি পরিচালনা করেন বিশিষ্ট রেফারি ইব্রাহিম হোসেন। ধারাবর্ণনায় দর্শকদের মাতিয়ে রাখেন সহকারী অধ্যাপক সমীর বিশ্বাস এবং ইসরাফিল হোসেন। হার-জিত যাই হোক না কেন, দীর্ঘ সময় পর গ্রামের মাঠে এমন বর্ণাঢ্য আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে এক নতুন প্রাণের সঞ্চার করেছে।