ধ্রুব রিপোর্ট
যশোরের শার্শা উপজেলার বেনাপোলে জিহাদী (২০) নামে এক যুবকের অপমৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে পোর্ট থানার পোড়াবাড়ী-নারায়ণপুর গ্রামের নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জিহাদী ওই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা জিহাদীকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিষাক্ত কিছু সেবন করেছিলেন। স্থানীয়দের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক সেবন নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে জিহাদীর বিরোধ চলছিল। তবে এটিই মৃত্যুর একমাত্র কারণ কি না, তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।