বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিষ মাখানো সরিষা খেয়ে ৮০টি কবুতর ও একটি ঘুঘুর মৃত্যু

বাসস বাসস
প্রকাশ : সোমবার, ২২ ডিসেম্বর,২০২৫, ১২:৪৭ পিএম
বিষ মাখানো সরিষা খেয়ে ৮০টি কবুতর ও একটি ঘুঘুর মৃত্যু

❒ তালা উপজেলায় হরিশচন্দ্রকাঠি গ্রামে বিষ মাখানো সরিষা বীজ খেয়ে শনিবার বিকেল থেকে একের পর এক পাখি মারা যেতে দেখা যায়। ছবি: বাসস

সাতক্ষীরা উপজেলার তালা উপজেলায় বিষ মাখানো সরিষা বীজ খেয়ে অন্তত ৮০টি কবুতর ও একটি ঘুঘুর মৃত্যু হয়েছে। উপজেলার হরিশচন্দ্রকাঠি গ্রামে শনিবার বিকেল থেকে একের পর এক পাখি মারা যেতে দেখা যায়। খবর পেয়ে রোববার খুলনা বন বিভাগের ওয়াইল্ডলাইফ অ্যান্ড বায়োডাইভারসিটি কনজারভেশন অফিসার তন্ময় আচার্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, গত ১৯ ডিসেম্বর হরিশচন্দ্রকাঠি বিলে সরিষা বীজ বোনেন তালা মহিলা কলেজের প্রদর্শক আব্দুল বারী। পাখির ক্ষতি থেকে ফসল রক্ষায় বোনার আগে বীজে বিষ মাখানো হয়। পরদিন ওই ক্ষেতে শতাধিক ঘুঘু ও কবুতরের বিচরণ দেখা যায়। এরপর থেকেই পাখিগুলো মারা যেতে থাকে। এখন পর্যন্ত ৮০টি কবুতর ও একটি ঘুঘুর মরদেহ পাওয়া গেছে।

ক্ষতিগ্রস্ত জিন্নাত খা ও হায়দার আলী জানান, তাদের অনেক কবুতর মারা গেছে। এ ঘটনায় তারা ক্ষতিপূরণ ও দায়ীদের বিচারের দাবি জানান।

এ ব্যাপারে তালা মহিলা কলেজের প্রদর্শক আব্দুল বারী  তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমার জমিতে কোনো ধরনের বিষ প্রয়োগ করা হয়নি।’

ঘটনাস্থল পরিদর্শন শেষে বনবিভাগের কর্মকর্তা তন্ময় আচার্য সাংবাদিকদের বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ১ ডিসেম্বর সাতক্ষীরার পদ্মশাখরায় শতাধিক কবুতর এবং গত ২৬ নভেম্বর কলারোয়ায় ১৮০ বক্স মৌমাছি একইভাবে মারা যাওয়ার ঘটনা ঘটে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 225 x 270 Position (2)
Position (2)