❒ যশোর
ধ্রুব নিউজ
যশোরে ফেনসিডিলের একটি মামলায় খায়রম্নল ইসলাম নামে একজন ট্রাকচালককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জুয়েল অধিকারী এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের শামছুদ্দিন বিশ্বাসের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৮ মার্চ সকাল ৫টার দিকে সদর পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ টিএসআই (বর্তমানে ট্রাফিক ইনসপেক্টর) রফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ধর্মতলাস্থ একটি পেট্রোল পাম্পের সামনে অভিযান চালান। এ সময় তিনি সেখানে অপেড়্গমাণ একটি ট্রাকের চালক খায়রম্নল ইসলামকে আটক করেন। পরে ওই ট্রাকে তলস্নাশি চালিয়ে চালকের সিটের নিচে কলো রঙের ট্রাভেল ব্যাগের ভেতর থেকে সাড়ে ৫শ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়।
আদালত সংশিস্নষ্ট সূত্র জানায়, ওই মামলায় আসামি খায়রম্নল ইসলামের বিরম্নদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে উলিস্নখিত সাজা প্রদান করেন।